Subscribe

Baje Shobhab Lyrics in Bengali (বাজে স্বভাব ), baje sovab lyrics, Lyrics of baje sobhab


Valentine Special





কথা হবে দেখা হবে
প্রেমে প্রেমে মেলা হবে
কাছে আসাআসি আর হবে না।

চোখে চোখে দেখা হবে
ঠোটে ঠোটে নাড়া দেবে
ভালোবাসাবাসি আর হবে না

কথা হবে দেখা হবে
প্রেমে প্রেমে মেলা হবে
কাছে আসাআসি আর হবে না।

চোখে চোখে দেখা হবে
ঠোটে ঠোটে নাড়া দেবে
ভালোবাসাবাসি আর হবে না

শত রাত জাগা হবে
থালে ভাত জমা রবে
খাওয়া দাওয়া কিছু মজা হবে না।

হুট করে ফিরে এসে
লুট করে নিয়ে যাবে
এই মন ভেঙে যাবে জানো না।

আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না ।।

ভুলভাল ভালোবাসি
কান্নায় কাছে আসি
ঘৃনা হয়ে চলে যাই থাকি না।

কথা বলি একা একা
সেধে এসে খেয়ে ছ্যাকা
কেন গান গাও আবার বুঝি না।

খুব গাল কন কনে
গান শোনব গোপনে
দেখো যেনো আর কেউ শোনে না ।

গান গেয়ে চলে যাব
বদনাম হয়ে যাব
সুনাম তোমার হবে হোক না।

আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না ।।

যদি তুমি ভালোবাস
ভালো করে ভেবে এসো
খেলে ধরা কোনোখানে রবে না

আমি ছুয়ে দিলে পরে
অকালেই ঝরে যাবে
গলে যাবে,যে বরফ গলে ন।

আমি গলা বেচে খাবো
গানের আশেপাশে রব
ঠোটে ঠোটে রেখে কথা হবে না।

কারো একদিন হবো
কারো এক রাত হবো
এর বেশি কারো রুচি হবে না।

আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না ।।

কথা হবে দেখা হবেপ্রেমে প্রেমে মেলা হবেকাছে আসাআসি আর হবে না।
চোখে চোখে দেখা হবে ঠোটে ঠোটে নাড়া দেবে ভালোবাসাবাসি আর হবে না
শত রাত জাগা হবেথালে ভাত জমা রবেখাওয়া দাওয়া কিছু মজা হবে না।
হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে এই মন ভেঙে যাবে জানো না।
আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না ।।

No comments

Tanvirul Alom Toha

Tanvirul Alom Toha Tanvirul Alom Toha Tanvirul Alom Toha Tanvirul Alom Toha Tanvirul Alom Toha Tanvirul Alom Toha Tanvirul Alom Toha Tanviru...

Powered by Blogger.